EMRS Recruitment 2023: কেন্দ্রীয় সরকার ৩৮,৪৮০টি শুন্যপদে নিয়োগ নেবে , জেনে নিন কিভাবে আবেদন করবেন

EMRS Recruitment 2023: দেশের একাধিক একলব্য মডেল আবাসিক স্কুলের (EMRS) জন্য ৩৮,৪৮০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে National Testing Agency (NTA)। EMRSর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিশদে জানা যাবে। যদিও এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে শীঘ্রই আবেদনের লিঙ্ক activate করা হবে বলে জানা গেছে ।

EMRS Recruitment 2023 একটি বিশেষ সুযোগ দিচ্ছে তাদের জন্য যারা শিক্ষকতা নিয়ে খুবি আগ্রহী আছেন এবং যারা আদিবাসী উপজাতিদের জীবনে শিক্ষাদান ও ইতিবাচক প্রভাব ফেলতে চান।

কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকার আগামী তিন বছরে একলব্য মডেল আবাসিক স্কুলের (EMRS) জন্য ৩৮,৪৮০ শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করবে। যোগ্য ব্যাক্তিরা এখুনি আবেদন করুন ও পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন।

EMRC Recruitment 2023

EMRS Recruitment 2023Teacher Vacancy । শুন্যপদগুলি দেখে নিন

  • অধ্যক্ষ – 740টি পদ
  • ভাইস প্রিন্সিপাল – 740টি পদ
  • শারীরিক শিক্ষা শিক্ষক – 1480টি পদ
  • স্নাতকোত্তর শিক্ষক – 8140টি পোস্ট স্নাতকোত্তর শিক্ষক (কম্পিউটার সায়েন্স) – 740টি পদ প্রশিক্ষিত স্নাতক শিক্ষক – 8880টি কলা শিক্ষক – 740টি সঙ্গীত শিক্ষক – 740টি পদ
  • গ্রন্থাগারিক – 740টি পদ
  • হিসাবরক্ষক – 740টি পদ
  • স্টাফ নার্স – 740টি পদ
  • হোস্টেল ওয়ার্ডেন – 1480টি পদ
  • ক্যাটারিং সহকারী – 740টি পদ
  • চৌকিদার – 1480টি পদ
  • কুক – 740টি পোস্ট
  • কাউন্সিলার – 740টি পদ
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – ১৪৮০ পদ
  • ল্যাব অ্যাটেনডেন্ট – 740টি পদ
  • মেস হেল্পার – 1480টি পদ
  • সিনিয়র সচিবালয় সহকারী – 740টি পদ
  • ঝাড়ুদার – 2220টি পদ

How To Apply for EMRS Recruitment 2023। কিভাবে আবেদন করবেন

স্টেপ ১: ন্যাশনাল টেস্ট এজেন্সীর ওয়েবসাইট এ গিয়ে অনলাইন এপ্লিকেশন ফর্ম এ ক্লিক করুন।

স্টেপ ২: এপ্লিকেশন ফর্ম টি ভালোভাবে পূরণ করুন। Email Id এবং Mobile Number দেওয়া বাধ্যতামূলক।

স্টেপ ৩: গুরুত্বপূর্ণ ডিটেলস যেমন name, address, date of birth, and educational qualifications দিয়ে ফরমটি সাবমিট করুন।

স্টেপ ৪: আপনাকে একটি এপ্লিকেশন নম্বর দেওয়া হবে সেটি লিখে রাখুন।

স্টেপ ৫: ছবি ও সই আপলোড করে দিতে হবে পোর্টালে।

স্টেপ ৬: সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আপলোড করতে হবে।

স্টেপ ৭: এপ্লিকেশন ফী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা করতে হবে। সব ঠিকঠাক মতো হলে আপনাকে এপ্লিকেশন ফর্ম র একটি কপি ও পেমেন্ট ডিটেলসর কপি দেওয়া হবে। রেজিস্ট্রেশন প্রসেস এখানেই শেষ হয়।

এগুলোও পড়ুন 👇👇

🔥বিহার সরকারের ১,৭০,৪৬১ টি শুন্যপদে শিক্ষক নিয়োগের এডমিট কার্ড দেওয়া শুরু ১০ আগস্ট থেকে

🔥কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষার (CTET) এডমিট কার্ড এই লিংক থেকে করুন ডাউনলোড

🔥কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষার (CTET) এডমিট কার্ড এই লিংক থেকে করুন ডাউনলোড